অসকার ফার্ডিনান্ড পেশেল (1826-1875)
June 10, 2020

জার্মান নাগরিক অসকার ফার্ডিনান্ড পেশেল [Oscar Ferdinand Peschel] ১৮২৬ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন। একজন ভূগোলবিদ হিসেবে পেশেল আধুনিক প্রাকৃতিক ভূগোলের ভিত্তি স্থাপন করেন। এছাড়া তিনি আলেকজান্ডার ফন হুমবোল্ট ও রিটারের চিন্তাধারার বিরোধী ছিলেন। এছাড়া তিনি একাধারে প্রকৃতিবিদ এবং নৃতাত্ত্বিক। অসকার পেশেল ১৮৭৫ সালের ৩১ আগস্ট মৃত্যুবরণ করেন। [সংকলিত]
Image Source: wikipedia.org/wiki/Oscar_Peschel
অসকার ফার্ডিনান্ড পেশেলের সংক্ষিপ্ত জীবনী
Follow Us on Our Youtube Channel: GEONATCUL