অস্থিতু বায়ু ও স্থিতু বায়ু
December 26, 2020


স্থিতু বায়ু [Stable Air] হলো এমন একটি অবস্থা, যেখানে পূর্বাভাস দিয়ে আবহাওয়া [Weather] ধীরে ধীরে পরিবর্তিত হয়ে থাকে। স্থিতু বায়ুকে আবার স্থির বায়ুও বলা হয়। স্থির বায়ু বা স্থির বাতাস সাধারণত শীতল ও ভারী হয়ে থাকে। এ কারণে এ বায়ু উপরের দিকে উঠে না এবং ঊর্ধ্বগতি প্রতিহত করে থাকে। তবে প্রবাহ পথে বাঁধা পেলে এ বায়ু উপরে উঠতে বাধ্য হয়। তখন ঊর্ধ্বে উঠে পাতলা মেঘে পরিণত হয় এবং বৃষ্টিপাত ঘটায়। এ বায়ুকে অপ্লাবনশীল বায়ুও বলা হয়ে থাকে। [সংকলিত]
অস্থিতু বায়ু ও স্থিতু বায়ু কি?
Follow Us on Our Youtube Channel: GEONATCUL