অস্থিতু বায়ু ও স্থিতু বায়ু

অস্থিতু বায়ু

অস্থিতু বায়ু [Unstable Air] হলো এমন একটি অবস্থা, যেখানে পূর্বাভাস ছাড়াই আবহাওয়া [Weather] দ্রুত পরিবর্তিত হতে পারে। অস্থিতু বায়ুকে আবার অস্থির বায়ুও বলা হয়। অস্থির বায়ু বা অস্থির বাতাস আবহাওয়াকে পরিবর্তন করে হঠাৎ বজ্রপাতের [Sudden Thunderstorms] দিকে ধাবিত করে। অন্যভাবে বলা যায়, অস্থির বায়ু হল এমন বায়ু, যা সহজেই ঊর্ধ্বগতি পেতে সক্ষম এবং যাতে মেঘ, বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ উঞ্চ বায়ু সম্প্রসারিত ও হালকা হয়ে স্বতঃস্ফূর্তভাবে উপরে উঠে যায় এবং যা থেকে দ্রুত মেঘ, বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা বেড়ে যায়। আর এ বায়ুকে প্লাবনশীল বায়ুও বলে।

স্থিতু বায়ু

অস্থিতু বায়ু ও স্থিতু বায়ু কি?


Follow Us on Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply