অ্যাডোবি | Adobe
অ্যাডোবি [Adobe] বলতে বর্তমানে অনেকেই একটি বহুজাতিক কম্পিউটার সফ্টওয়্যার কোম্পানিকে বুঝে থাকেন। তবে অ্যাডোবি (adobe) বলতে এখানে রোদে পোড়ানো ইট বুঝানো হয়েছে। আবার, অ্যাডোবি পরিভাষাটি দিয়ে রোদে পোড়ানো ইট দিয়ে নির্মিত গৃহকে বুঝানো হয়। জানা যায়, প্রাচীন হরপ্পা ও মহেঞ্জদাড়ো সভ্যতার নগরগুলোতে গৃহ নির্মাণে অ্যাডোবি (রোদে পোড়ানো ইট বা রৌদ্রপক্ব ইষ্টক) ব্যবহার করা হয়েছে। বর্তমানে শুষ্ক ও মরুভূমির জলবায়ুতে এ নির্মাণ সামগ্রী ব্যবহার বেশি দেখা যায়। যেমন- দক্ষিণ-পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য প্রভৃতি অঞ্চলে অ্যাডোবি ইটের ব্যবহার ও গৃহ দেখা যায়।

পদ্ধতিগত কারণে, অ্যাডোবি ইট তৈরি করতে কয়েক মাস রোদে শুকানোর প্রয়োজন হয়। তবে অ্যাডোবি ইট হলো প্রাচীনতম নির্মাণ সামগ্রীগুলোর মধ্যে এমন একটি উপাদান, যা সারা বিশ্বে ব্যবহৃত হয়। আরও জানা যায়, অ্যাডোবি স্থাপত্য আনুমানিক ৫,১০০ খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত অন্যতম সাংস্কৃতিক ধারা, যা বর্তমান বিশ্বের বিভিন্ন স্থানে এখনও দেখা যায়। [সংকলিত]
অ্যাডোবি ইট ও অ্যাডোবি স্থাপত্য কি?
Image Source: Adobe, wikipedia.org
Follow Us on Our YouTube channel: GEONATCUL