অ্যানড্রু. জে. হারবার্টসন (1865-1915)
June 4, 2020

ব্রিটিশ নাগরিক অ্যানড্রু. জে. হারবার্টসন [Andrew J. Herbertson] ১৮৬৫ সালে জন্মগ্রহণ এবং ১৯১৫ সালে মৃত্যুবরণ করেন। গেডেস এবং হারবার্টসনের মাধ্যমে ল্য’প্লের প্রতি নিজেদের কৃতজ্ঞতা স্বীকার করেছেন। ১৯০২ সালে হারবার্টসনের রচনা ‘Man and His Work’ (ম্যান অ্যান্ড হিজ ওয়ার্ক) প্রকাশিত হয়। হারবার্টসন সমগ্র পৃথিবীকে নিরক্ষীয়, ক্রান্তীয়, নাতিশীতোষ্ণ প্রভৃতি স্বাভাবিক কতিপয় অঞ্চলে ভাগ করেছিলেন। পরবর্তীকালে মার্কিন দেশের আঞ্চলিক ভূগোলবিদগণ হারবার্টসনের প্রদত্ত পৃথিবীর এ স্বাভাবিক আঞ্চলিক ভাগগুলো মেনে নিতে পারেননি। তারপরেও হারবার্টসনের ভূগোল শিক্ষার ক্ষেত্রে অবদান অনস্বীকার্য। [সংকলিত]
অ্যানড্রু. জে. হারবার্টসনের সংক্ষিপ্ত জীবনী
Follow Us on Our Youtube Channel: GEONATCUL