অ্যারোসল | Aerosol
June 16, 2020
অ্যারোসল [Aerosol] বলতে এক প্রকারের গ্যাসীয় পদার্থকে বুঝায়। এ অ্যারোসল হল প্রাকৃতিকভাবে কিংবা মানবসৃষ্ট রাসায়নিক পদার্থ বা বস্তু, যা সংঙ্কুচিত এবং সংঘৃষ্ট অবস্থায় কখনও কীটনাশক, কখনও আবার সুগন্ধি ছড়াতে ব্যবহৃত হয়। এ পদার্থটি বায়ুতে দীর্ঘ সময় ধরে ভেসে বেড়াতে পারে। এটি খুব ধীরে ধীরে মাটিতে নেমে আসে। আবার বায়ু তাড়িত হয়ে অ্যারোসল বায়ুমণ্ডলীয় অনেক উঁচু স্তর স্ট্রেটোমন্ডলে (stratosphere) খুব সহজে পৌঁছে যেতে পারে এবং সেখানে দীর্ঘ সময় ধরে বিরাজ করে। [সংকলিত]
অ্যারোসল কাকে বলে?
Follow Us on Our Youtube Channel: GEONATCUL