অ্যালিডেড: একটি দিকনির্দেশ যন্ত্র

অ্যালিডেড [Alidade] হল একটি সরল যন্ত্রবিশেষ, যা দিকনির্দেশ বা কোণ পরিমাপ করার জন্য একটি দর্শন ডিভাইস বা পয়েন্টার এবং জরিপ ও জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত হয়। অ্যালিডেড (alidade) সমতল টেবিল (plane table) জরিপ কাজে খুবই গুরুত্বপূর্ণ যন্ত্র। সাধারণত এটি পিতল দিয়ে তৈরি। এটি বেশ পুরু ও শক্ত স্কেলের সদৃশ। স্কেলটির দুই প্রান্তে দুই রকমের দুইটি পাত (vane) লাগানো থাকে। এক প্রান্তের পাতের গায়ে সুক্ষ্ম ফুটো থাকে, যাকে লক্ষ্য পাত (eye vane) বলা হয়। অপর প্রান্তে খাড়াভাবে বেশ খানিকটা অংশ ফাঁকা থাকে, যাকে বস্তু পাত (object vane) বলা হয়। বস্তু পাতের (object vane) মধ্য দিয়ে সুক্ষ্ম সূতা বা এরূপ কোন বস্তু লাগানো থাকে।
জরিপকালে ঐ লক্ষ্য পাত (eye vane) ও বস্তু পাতের (object vane) সুক্ষ্ম সূতা দিয়ে দূরবর্তী দৃশ্যমান বস্তুটিকে একই রেখায় এনে কাগজে দাগ কাটা হয়। দূরের বস্তুকে সনাক্ত করার জন্য বর্তমানে উন্নত অ্যালিডেডে দূরবীর যন্ত্র (telescopic instrument) লাগানো থাকে। বর্তমানের থিয়োডোলাইট (theodolite) যন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ হল অ্যালিডেড। এছাড়া দূরবীর (telescope) এবং সেক্সটেন্ট (sextant) যন্ত্রে অ্যালিডেড প্রযুক্তিটি ব্যবহৃত হয়। [সংকলিত]
অ্যালিডেড কি?
Follow Us on Our Youtube Channel: GEONATCUL