অ্যালেন চার্চিল সেম্পল | Ellen Churchill Semple

অ্যালেন চার্চিল সেম্পল, Ellen Churchill Semple
অ্যালেন চার্চিল সেম্পল (Ellen Churchill Semple) যুক্তরাষ্ট্রের একজন প্রখ্যাত মহিলা ভূগোলবিদ ছিলেন। তিনি ১৮৬৩ সালের ৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে জন্মগ্রহণ করেন। তিনি ইতিহাসে এম. এ. ডিগ্রি অর্জন করে উচ্চ শিক্ষা লাভ করতে জার্মানীতে গমন করেন। ঐ সময়ে উচ্চতর পড়াশুনা ব্যাপৃত হওয়ার জন্য খুব কম সংখ্যক মহিলাকে দেখা যেতো। আর এ কারণে তাকে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়।
অ্যালেন চার্চিল জার্মানীতে ভূগোল বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ গ্রহণ শেষে তিনি তাঁর নিজের দেশ যুক্তরাষ্ট্রে ফিরে যান। তিনি পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে পারিবেশিক নিমিত্তবাদের একজন একনিষ্ঠ সমর্থক হয়ে পড়েন। যার ফল হিসেবে তাঁর বহুল পরিচিত ভৌগোলিক পরিবেশের প্রভাব সম্পর্কিত গ্রন্থটি ১৯১১ সালে প্রকাশিত হয়। তাঁর এ গবেষণা কর্মটি গবেষকদের মাঝে ব্যাপক সাড়া জাগায়। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় ও ক্লার্ক বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপনা করেন। তিনি ১৯২১ সালে Association of American Geographers-এর সভাপতি হিসেবে নির্বাচিত হন। অ্যালেন চার্চিল ছিলেন যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম মহিলা, যিনি সর্বোচ্চ একটি পদ অর্জন করেন। অ্যালেন চার্চিল সেম্পল ১৯৩২ সালের ৮ মে মৃত্যুবরণ করেন। [সংকলিত]

image source: Ellen Churchill Semple


অ্যালেন চার্চিল সেম্পলের সংক্ষিপ্ত জীবনী


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply