অ্যাল্পস্ | Alps

অ্যাল্পস, অ্যাল্পস্

অ্যাল্পস্ [Alps] হল ইউরোপ মহাদেশের বিশাল আয়তনের পর্বতমালা। প্রধানত এ পর্বতমালাটি মধ্য ইউরোপ থেকে ইটালিকে বিভক্ত করেছে। অ্যাল্পস্ পর্বতমালাটির দৈর্ঘ্য প্রায় ১২০০ কিলোমিটার এবং প্রস্থ  প্রায় ২০০ কিলোমিটার। পর্বতমালাটির বিস্তৃতি হল- দক্ষিণ-পূর্ব ফ্রান্স থেকে মাঝে সুইজারল্যান্ডকে রেখে দক্ষিণে জার্মানি ও অস্ট্রিয়া হয়ে ইটালি এবং উত্তর দিক দিয়ে বসনিয়া, কসোভো ও আলবেনিয়া হয়ে তুরস্ক পর্যন্ত পৌঁছে গেছে। অ‌্যাল্পস পর্বতমালাটি প্রায় ২০৭,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।


অ্যাল্পস্ কোথায় অবস্থিত?


Follow Us on Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply