অয়ন বায়ু | Tropical Easterly
March 15, 2020

অয়ন বায়ু [Tropical Easterly] বলতে উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় (equatorial) অঞ্চলের দিকে প্রবাহিত বায়ুকে বুঝায়। অর্থাৎ উপ-ক্রান্তীয় (sub-tropical) অঞ্চলের উচ্চচাপ বলয় (high pressure belt) থেকে বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আর প্রবাহিত এ বায়ুই হল অয়ন বায়ু। এ ধরনেরর বায়ু শীতল ও ভারী হওয়ায় নিম্নমুখী হয়ে প্রবাহিত হয়। আবার এ বায়ু প্রবাহকে বাণিজ্য বায়ুও (trade wind) বলা হয়। প্রাচীনকালে বাণিজ্য জাহাজসমূহ এ বায়ু প্রবাহের দিক অনুসরণ করে চলাচল করতো বলে, একে বাণিজ্য বায়ু বলা হয়।
আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন?
Follow Us on Our YouTube channel: GEONATCUL