আকস্মিক বন্যা | Flash Flood

আকস্মিক বন্যা [Flash Flood] বলতে অস্বাভাবিক পানি প্রবাহ হঠাৎ করে বা আকস্মিক কোন এলাকায় আঘাত হানাকে বুঝায়। অর্থাৎ প্রবল বা অতি বৃষ্টিপাতের [Heavy Rainfall] সময় ভৃ-পৃষ্ঠের উপরে হঠাৎ করে অস্বাভাবিক পানি প্রবাহের সৃষ্টি হয়। তখন পানির প্রবাহ আকস্মিকভাবে কোন এলাকায় আঘাত হানে। এ ধরনের পানি প্রবাহজনিত বন্যা সাধারণত পাহাড়িয়া এলাকার নিচু অংশে বেশি দেখা যায়। স্বল্প স্থায়ী অতি বৃষ্টিপাতের ফলে পাহাড়িয়া এলাকার আশেপাশের সব কিছু প্লাবিত করে পানি প্রবাহ নিচের দিকে ধাবিত হয়। প্রবাহিত পানির প্রবল ধারা নদী-নালা, খাল, বিল প্রভৃতি জলাশয় ভরে গিয়ে স্বল্প সময়ের জন্য মানুষের বসতবাড়িতে প্রবেশ করে। যার ফলে স্থানীয় ও জাতীয় পর্যায়ে অনেক ক্ষতি সাধিত হয়। উদাহরণস্বরূপ, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলায় এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহে এ ধরনের আকষ্মিক বন্যা দেখা যায়। [সংকলিত]
Image Source: Flash Floods Wreak Havoc in Bangladesh
আকস্মিক বন্যা কি
Follow Us on Our Youtube Channel: GEONATCUL