আগাসিস: উত্তর আমেরিকার প্রাচীন হৃদ
July 11, 2020
আগাসিস [Agassiz] হল উত্তর আমেরিকার প্রাচীন একটি হৃদের নাম। উত্তর আমেরিকার প্রেইরী অঞ্চলে বর্তমানে যে বিখ্যাত তৃণভূমি গড়ে উঠেছে, সে অঞ্চলে অতীতে আগাসিস নামে একটি হ্রদ ছিল। দীর্ঘদিন যাবৎ হিমবাহের সঞ্চয় কার্যের ফলে এ হৃদটি ভরাট হয়ে বিস্তৃণ সমভূমিতে পরিণত হয়েছে।

মানচিত্র সূত্র: Flickr
প্রাচীন আগাসিস
Follow Us on Our Youtube Channel: GEONATCUL