আগ্নেয়গিরি | Volcano

আগ্নেয়গিরি [Volcano] বলতে সাধারণত আগুনের মত উষ্ণ ও গলিত ধাতু. ধুলাবালি প্রভৃতি নি:সারক উঁচুভূমি বা পর্বতকে বুঝায়। আবার বলা যায় যে, পৃথিবী পৃষ্ঠের যে স্থান দিয়ে উষ্ণ ও গলিত লাভা [Lava] ও আগ্নেয় শিলা উৎক্ষিপ্ত হয় তাকে আগ্নেয়গিরি [Volcano] বলে। এখানে, গিরি বলতে উঁচুভূমি বা পর্বতকেই বুঝায়। এ গিরি শব্দটি যোগ হয়েছে একারণে যে, উৎক্ষিপ্ত লাভা স্তুপ আকারে জমে ধীরে ধীরে বিশাল আকৃতির পাহাড় বা পর্বতে পরিণত হয়। যা দেখতে শাংকব [Conical] আকৃতির পর্বতের মত হয়ে যায়। সাধারণত উৎক্ষিপ্ত লাভার পরিমাণ, গুণাগুণ ও অবস্থানগত বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে এক একটি আগ্নেয়গিরির আকার। আগ্নেয়গিরি অনেক সময় সুপ্ত অবস্থায় থাকতে দেখা যায়। যা মাঝে মাঝে সক্রিয় হয়ে উঠে। আবার, অনেক আগ্নেয়গিরি রয়েছে, যেগুলো প্রথমে একবার উৎক্ষিপ্ত হয়ে আর কখনও হয় না। [সংকলিত]
আগ্নেয়গিরি কাকে বলে?
Follow Us on Our Youtube Channel: GEONATCUL