আগ্নেয় গোলক | Volcanic Bomb
August 4, 2020

আগ্নেয় গোলক [Volcanic Bomb] বলতে বায়ুমণ্ডল থেকে ভূ-পৃষ্ঠে পতিত আগ্নেয়গিরির উৎক্ষিপ্ত ম্যাগমার জমাট বাঁধা গোলককে বুঝায়। অর্থাৎ আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত ও গলিত ম্যাগমা বায়ুমন্ডলে উৎক্ষিপ্ত হয়। আবার মাধ্যাকর্ষণ শক্তির টানে বায়ুমণ্ডল থেকে ম্যাগমা বৃহৎ আকৃতিতে জমাট বেঁধে ভূ-পৃষ্ঠে পতিত হয়। আর এ ম্যাগমা প্রায় গোল আকৃতি ধারণ করে ভূ-পৃষ্ঠে পতিত হয় বলে আগ্নেয় গোলক বলে। সাধারণত জমাট বাঁধা প্রায় গোলাকৃতির এ ম্যাগমাগুলোর পরিধি কয়েক সে.মি. থেকে কয়েক মিটার পর্যন্ত হতে পারে। [সংকলিত]
আগ্নেয় গোলক কি?
Follow Us on Our Youtube Channel: GEONATCUL