আগ্নেয় মেখলা
July 18, 2020

আগ্নেয় মেখলা [Great Ring of Fire ] বলতে প্রশান্ত মহাসাগরের (pacific ocean) উভয় উপকূলে মালার মত ঘিরে অবস্থিত আগ্নেয়গিরিসমূহকে বুঝায়। অর্থাৎ আগ্নেয়গিরির অবস্থানের জন্য প্রশান্ত মহাসাগরের উভয় উপকূল খুবই বিখ্যাত। পৃথিবীতে মোট ৫২৯টি জীবন্ত আগ্নেগিরি রয়েছে। এর মধ্যে ৪২১টির অবস্থান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এ আগ্নেয়গিরিসমূহ প্রশান্ত মহাসাগরকে মালার মত ঘিরে রয়েছে বলে এ অঞ্চলকে আগ্নেয় মেখলা বলে।
আগ্নেয় মেখলা কোথায় দেখা যায়?
Image Souce: Plate Tectonics and the Ring of Fire
Follow Us on Our Youtube Channel: GEONATCUL