আঞ্চলিকতাবাদ | Regionalism

আঞ্চলিকতাবাদ [Regionalism] বলতে কোন অঞ্চলের জনগণ বা অধিবাসীদের মধ্যে সামগ্রিক অবস্থা বা সত্ত্বা সম্পর্কে সচেতনতাকে বুঝায়। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে, ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জনগণ বা অধিবাসীগণের মুখের ভাষা হল বাংলা। এ বাংলাবাসীগণ বাংলা ভাষাকে তাদের নিজস্ব সত্ত্বা হিসেবে জানে ও মানে। তারা তাদের এ জাতি সত্ত্বা সম্পর্কে অনেক সচেতন। আর এ বাংলা ভাষাভাষী জনগণ তাদের সত্ত্বার সামগ্রিক অবস্থা হিসেবে আঞ্চলিক সংস্কৃতি ধারণ ও উন্নয়নেও সচেতন রয়েছে। এরূপ পৃথিবীর বিভিন্ন দেশে বা ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থিত প্রতিটি অঞ্চলের জনগণের বা অধিবাসীদের মধ্যে নিজের জাতি সত্ত্বাকে প্রতিষ্ঠা করার প্রবণতা দেখা যায়। আর এভাবেই আঞ্চলিকতাবাদটি প্রতিষ্ঠা পায়। [সংকলিত]


আঞ্চলিকতাবাদ কাকে বলে?


Follow Us on Our Youtube Channel: GEONATCUL


2 Comments

Leave a Reply