আঞ্চলিক পদ্ধতি | Regional Method
July 30, 2020
আঞ্চলিক পদ্ধতি [Regional Method] বলতে ভূ-পৃষ্ঠকে বিভিন্ন ভাগে বিভক্ত করে অঞ্চল চিহ্নিত করে ভৌগোলিক সমীক্ষা করাকে বুঝায়। অর্থাৎ প্রাকৃতিক কিংবা সাংস্কৃতিক উপাদান বা নিয়ামকের প্রাচুর্যতার উপর ভিত্তি করে পৃথিবীর ভূ-পৃষ্ঠকে বিভিন্ন অঞ্চলে চিহ্নিত করে ভৌগোলিক সমীক্ষা বা পঠনপাঠন করা হয়। যেমন- প্রাকৃতিক নিয়ামকের উপর ভিত্তি করে পৃথিবীর ভূ-পৃষ্ঠকে মরু অঞ্চল, সমভূমি অঞ্চল, মালভূমি অঞ্চল, পাহাড়িয়া অঞ্চল, বনভূমি অঞ্চল প্রভৃতিতে চিহ্নিত করে ভৌগোলিক সমীক্ষা বা পঠনপাঠন করা হয়। আবার, ভাষা, সভ্যতা, অর্থনীতি, জাতি প্রভৃতির মত সাংস্কৃতিক নিয়ামকের উপর ভিত্তি করে আরব অঞ্চল, শহর অঞ্চল, গ্রাম অঞ্চল, যাযাবর অঞ্চল, উপজাতি অঞ্চল প্রভৃতিতে চিহ্নিত করে ভৌগোলিক সমীক্ষা করা হয়। [সংকলিত]
আঞ্চলিক পদ্ধতি কাকে বলে?
Follow Us on Our Youtube Channel: GEONATCUL