আঞ্চলিক ভূগোল
August 14, 2020
আঞ্চলিক ভূগোল [Regional Geography] বলতে প্রাকৃতিক ও সাংস্কৃতিক কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবী পৃষ্ঠকে বিভিন্ন ভাগে বিভক্ত করে ভৌগোলিক অধ্যায়ন করাকে বুঝায়। ভূগোলের অন্যতম মূল শাখা হল আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোল মূলত রীতিবদ্ধ ভূগোলের ঠিক বিপরীত অবস্থা। আঞ্চলিক ভূগোল একটি নির্দিষ্ট ভৌগোলিক স্থানের বিভিন্ন প্রাকৃতিক ও সাংস্কৃতিক ভূ-নিয়ামকের [Geo-factors] মধ্যকার মিথস্ক্রিয়ার উপরে আলোকপাত করে।
আঞ্চলিক ভূগোল বলতে কি বুঝায়?
Follow Us on Our Youtube Channel: GEONATCUL