আদর্শ জনসংখ্যা | Optimum Population
October 29, 2020
আদর্শ জনসংখ্যা [Optimum Population] হলো একটি দেশের মোট ভূমি ও সম্পদের সাথে সামঞ্জস্য রেখে সে দেশের গড়ে উঠা সর্বমোট জনসংখ্যা। কোন দেশে আদর্শ জনসংখ্যা থাকলে সে দেশের সকল শ্রেণির মানুষের প্রয়োজন ও চাহিদাগুলো পূরণ হয়। এটি এমন এক জনসংখ্যাকে বুঝায়, যা কোন সমাজের বা দেশের কম বা বেশি জনসংখ্যার ত্রুটিমুক্ত এক আদর্শ জনসংখ্যা। কোন দেশের একটি নির্দিষ্ট সময়ের মোট ভূমি, সম্পদ ও সুযোগের প্রেক্ষিতে সে দেশের জনসংখ্যাকে আদর্শ বলে গণ্য করা হয়। [সংকলিত]
আদর্শ জনসংখ্যা কি?
Follow Us on Our Youtube Channel: GEONATCUL