আন্ডারপাস | Underpass
September 12, 2020
আন্ডারপাস [Underpass] বলতে সাধারণত যেকোন রাস্তার বা সড়কের বা রেলপথের নিচে নির্মিত চলাচলের রাস্তা বা পথচারী চলাচলের সুড়ঙ্গ পথকে বুঝায়। অর্থাৎ নগরের গুরুত্বপূর্ণ ব্যস্ত পাকা রাস্তা এবং যে কোন ব্যস্ত সড়ক বা মহাসড়ক বা রেলপথ পারাপারে পথচারীদের দুর্ঘটনার ঝুঁকি থাকে। পথচারীদের দুর্ঘটনার ঝুঁকি হৃাস করে সড়ক বা মহাসড়ক বা রেলপথ পারাপারের জন্য মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ পথ নির্মাণ করা হয়। নির্মিত এসব সুড়ঙ্গ পথগুলোই হলো আন্ডারপাস [Underpass]। কোনো কোনো দেশে আন্ডারপাসকে সাবওয়ে [Subway] বলা হয়। সাম্প্রতিক সময়ে ঢাকা শহরের গুলিস্তান, কাওরানবাজার, গাবতলীসহ প্রভৃতি ব্যস্ত সড়কের নিচ দিয়ে আন্ডারপাস নির্মাণ করা হয়েছে। [সংকলিত]
আন্ডারপাস বলতে কি বুঝায় ?
Follow Us on Our Youtube Channel: GEONATCUL