আন্তঃক্রান্তীয় অভিসরণ
November 18, 2020

আন্তঃক্রান্তীয় অভিসরণ [Inter-Tropical Convergence] বলতে উপ-ক্রান্তীয় উচ্চ চাপ বলয় থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে বায়ুর এক-কেন্দ্রাভিমুখতাকে বুঝায়। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে ১টি স্থায়ী চাপ বলয় রয়েছে। নিরক্ষীয় অঞ্চলের উত্তর ও দক্ষিণে ২টি উপ-ক্রান্তীয় উচ্চ চাপ বলয় রয়েছে। এ ২টি উপ-ক্রান্তীয় উচ্চ চাপ বলয় থেকে বায়ু অভিসরিত হয়ে নিরক্ষীয় অঞ্চলে এসে মিলিত হয়। নিরক্ষীয় অঞ্চলের প্রশান্ত মহাসাগরে এ অভিসরণ বিশেষভাবে লক্ষ্য করা যায়। আর এ অঞ্চলকে আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল [Inter-Tropical Convergence Zone] বা ITCZ বলে। এ অঞ্চলে বায়ুর প্রবাহ (আনুভূমিক প্রবাহ) একেবারে থেমে যায়। [সংকলিত]
image source: Wind Direction
আন্তঃক্রান্তীয় অভিসরণ কি?
Follow Us on Our Youtube Channel: GEONATCUL