আন্তর্জাতিক আদালত
January 10, 2019

১. জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা- The International Court of Justice (ICJ) বা আন্তর্জাতিক আদালত।
২. আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত- দি হেগ (The Hague), নেদারল্যান্ডস।
৩. আন্তর্জাতিক আদালত (ICJ) প্রতিষ্ঠিত হয় – ২৬ জুন, ১৯৪৫ সালে।
৪. আন্তর্জাতিক আদালতের (ICJ) কার্যক্রম শুরু হয়- ১৯৪৬ সালে।
৫. আন্তর্জাতিক আদালত (ICJ) প্রতিষ্ঠিত হয়- সানফ্রান্সিসকো, ক্যালিফর্নিয়া, যুক্তরাষ্ট্র।
৬. আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা- ১৫ জন।
৭. আন্তর্জাতিক আদালতের একজন বিচারক নির্বাচিত হন- ৯ বছরের জন্য।
৮. আন্তর্জাতিক আদালতের সভাপতি নির্বাচিত হন- ৩ বছরের জন্য।
৯. স্থায়ী সালিসী আদালত বলতে- আন্তর্জাতিক আদালতকে (ICJ) বুঝায়।
আন্তর্জাতিক আদালত সম্পর্কিত সাধারণ তথ্য
Follow Us on Our YouTube Channel: GEONATCUL