আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি
আন্তর্জাতিক বাণিজ্য বলতে এক দেশ থেকে অন্য দেশে পণ্য ও সেবার বিনিময়কে বুঝায়। কিন্তু কালের বিবর্তনে মানব সভ্যতার বিকাশ আরম্ভ হয়। এর সাথে সাথে আন্তর্জাতিক বাণিজ্যের পরিধিও বাড়তে থাকে। নিচে এ বাণিজ্যের ভিত্তিগুলো আলোচনা করা হলো:
১। দক্ষতা: পৃথিবীতে বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন দ্রব্য উৎপাদনে পারদর্শী থাকে, এতে একেক দ্রব্য একেক দেশে দক্ষতায় সাথে সস্তায় উৎপাদিত হয়। যা আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি হিসেবে কাজ করে।
২। ভৌগোলিক অবস্থা: জলবায়ু, আবহাওয়া ও ভৌগোলিক অবস্থান ইত্যাদি কারণে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন পণ্য উৎপাদনে বিশেষ পারদর্শী হয়ে উঠে। যে দেশ যে দ্রব্য উৎপাদনে দক্ষতা অর্জন করে, সে দেশ সেই দ্রব্য উৎপাদনে মনোনিবেশ করে এবং এর উৎপাদিত দ্রব্যের বিনিময়ে সে অন্যান্য দেশ থেকে দরকারি দ্রব্যসমূহ ও সেবা সংগ্রহ করে, এতে আন্তর্জাতিক বাণিজ্যের সূত্রপাত হয়।
৩। জীবনযাত্রার মান বৃদ্ধি: অভ্যন্তরীণ বিশেষীকরণের পাশাপাশি আন্তর্জাতিক বিশেষীকরণের মাধ্যমেও জীবনযাত্রার মান বৃদ্ধি পায়, এতে পারস্পরিক চাহিদা সৃষ্টি হয়। এটা আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি হিসেবে কাজ করে।
৪। প্রযুক্তিগত উন্নয়ন: মানুষের দৈনন্দিন জীবনে নানাবিধ দ্রব্য ও সেবার চাহিদা সৃষ্টি করতে প্রযুক্তিগত উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর মাধ্যমে প্রাত্যাহিক জীবনে বিভিন্ন ক্ষেত্রে সমৃদ্ধি অর্জন করা যায়। যা আন্তর্জাতিক বাণিজ্যের পরিধি বাড়াতে সহায়তা করে।
৫। শ্রমের দক্ষতা ও শ্রম বিভাগ: সভ্যতা বিকাশের সাথে সাথে মানবসম্পদ উন্নয়ন তথা শ্রমের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। এরূপ দক্ষতা প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করছে, যা আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি হিসেবে কাজ করছে।
৬। উদ্বৃত্ত দ্রব্য ও সম্পদের ব্যবহার: পৃথিবীতে অনেক দেশে বিভিন্ন দ্রব্য ও সম্পদের উদ্বৃত্ত রয়েছে। এসব দ্রব্য ও সম্পদের যথাযথ ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্যে সমৃদ্ধি অর্জন করা যায়।
৭। উপকরণের অবাধ গতিশীলতা: বিভিন্ন দেশের মধ্যে উপকরণের অবাধ গতিশীলতা না থাকার কারণে দ্রব্য উৎপাদনে ব্যয়ের পার্থক্য সৃষ্টি হয়, যা আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি হিসেবে কাজ করে।
পরিশেষে বলা যায় যে, এ ভিত্তিসমূহ আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটিয়ে দেশের উন্নয়নে অবদান রাখে। [শারমিন জাহান সায়মা]
সহায়িকা: জোয়ারদার, সুকেশ চন্দ্র; আলম, মোঃ শাহ; আখতার, সুফিয়া ও ইসলাম, মোঃ নজরুল, আন্তর্জাতিক বাণিজ্য, (২০২০), মিলেনিয়াম পাবলিকেশন্স, ঢাকা, পৃষ্ঠা ৫২।
আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তির বিবরণ
Follow Us on Our YouTube channel: GEONATCUL