আন্তর্জাতিক ভূগোল ইউনিয়ন
November 20, 2020
আন্তর্জাতিক ভূগোল ইউনিয়ন [International Geographical Union] হলো সারা বিশ্বের ভূগোলবিদদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক পরিষদ। এ ভূগোল (geography) পরিষদটি বিভিন্ন দেশের ভূগোলবিদদের জাতীয় কমিটির প্রতিনিধিদেরকে নিয়ে গঠিত হয়েছে। এ পরিষদটি সংক্ষেপে ‘IGU‘ নামে সর্বাধিক পরিচিত। এ পরিষদের দায়িত্বসমূহের মধ্যে দু’টি গুরুত্বপূর্ণ হলো-
১। চার বছর অন্তর আন্তর্জাতিক ভৌগোলিক সম্মেলন ও ভিন্ন ভিন্ন আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠান; এবং
২। বাছাইকৃত বিভিন্ন কমিশন ও কার্যনির্বাহী দলের মাধ্যমে ভৌগোলিক গবেষণা পরিচালনা করা।
এছাড়া, এ পরিষদটি নিয়মিতভাবে একটি ‘নিউজ লেটার’ প্রকাশ করে থাকে। [সংকলিত]
আন্তর্জাতিক ভূগোল ইউনিয়ন কি?
Follow Us on Our Youtube Channel: GEONATCUL