আবর্তনশীল সম্পদ | Revolving Fund Resources

আবর্তনশীল সম্পদ [Revolving Fund Resources] বলতে এমন সব সম্পদকে বুঝায় যে সব সম্পদ বহুকাল স্থায়ী হয় এবং বার বার ব্যবহার করা যায়। অর্থাৎ যে কোন ভান্ডারশীল সম্পদ; বিশেষ করে তেল, গ্যাস প্রভৃতির মত খনিজ সম্পদসমূহ একবার ব্যবহার করলে তা আর পূরণ হয় না। অপরদিকে কিছু কিছু ভান্ডারশীল সম্পদ রয়েছে, যা বার বার ব্যবহার করা যায় এবং বহুকাল স্থায়ী হয়। যেমন – লোহা, তামা, সোনা, রূপা প্রভৃতি খনিজ সম্পদ। এসব ধাতব খনিজ সম্পদ উত্তোলনের ফলে খনিজ ভান্ডার ফুরিয়ে যায়। কিন্তু এসব সম্পদ বহুকাল স্থায়ী হয় এবং গলিয়ে ইচ্ছা মত রূপ পরিবর্তন করে বার বার ব্যবহার করা যায়। আর এ কারণেই এসব সম্পদকে আবর্তনশীল সম্পদ [Revolving Fund Resources] বলে। [সংকলিত]


আবর্তনশীল সম্পদ কি?


Follow Us on Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply