আরবের সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ ও ফলাফল

আরবের সিন্ধু বিজয় ভারতবর্ষের ইতিহাসে নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এর ফলাফল বিচারে ঐতিহাসিকদের মতে, এটা ছিল সম্পূর্ণরূপে একটি নিষ্ফল বিজয়। আবার কারো মতে, এ বিজয় ভারতবর্ষের ইতিহাসে একটি সুদূরপ্রসারী ঘটনা।

ঐতিহাসিক তথ্যানুসারে কতিপয় কারণে আরবীয়রা সিন্ধু অভিযানে সফলতা লাভ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল- (১) পাকিস্তানের সিন্ধু প্রদেশের ব্রাহ্মণ রাজবংশের শেষ হিন্দু রাজা দাহির (৬৬৩ – ৭১২ খ্রিস্টাব্দ) এর কুশাসন, সামরিক দুর্বলতা ও অদূরদর্শিতা, নৌশক্তির অভাব এবং ভারতের অন্যান্য রাজা কর্তৃক দাহিরকে সাহায্য না করা। অপরদিকে (২) আরবদের দেশ জয়ের নেশা, ইসলাম প্রচার, গনিমত প্রচার, গনিমত লাভ, এবং বিশেষ করে তাদের সামরিক শ্রেষ্ঠত্ব সিন্ধু অভিযানে সাফল্যের কারণ ছিল।

সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ ও ফলাফল: ইতিহাস থেকে জানা যায় যে, জনৈক উমাইয়া সেনাপতি ও আরবীয় মুসলিম বিজেতা মুহাম্মদ বিন কাসিম ৭১২ খ্রিস্টাব্দে সিন্ধুতে অভিযান পরিচালনা করেন এবং তিনি সিন্ধু দখল করেন। এ সিন্ধু অভিযানের অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে প্রত্যক্ষ কারণ ছিল- খ্রিস্টীয় আট শতকের শুরুতে সিংহলের রাজা কর্তৃক খলিফা আল-ওয়ালিদ ও পূর্বাঞ্চলের ভাইসরয় হাজ্জাজ বিন ইউসুফের নিকট প্রেরিত উপঢৌকনপূর্ণ আটটি আরব বাণিজ্য জাহাজ দেবল বন্দরে জলদস্যু দ্বারা লুন্ঠন। কারও কারও মতে, সিংহলে বাণিজ্যরত মৃত আরব বণিকদের পরিবার পরিজন জাহাজে স্বদেশে ফিরেছিল।

কিন্তু দেবল বন্দরে জলদস্যু কর্তৃক জাহাজ লুন্ঠিত হয়। হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধুর রাজা দাহিরের নিকট লুন্ঠিত জাহাজের ক্ষতিপূরণ দাবি করেন। রাজা দাহির তা দিতে অস্বীকার করেন। ফলে রাজা দাহিরকে সমুচিত শাস্তি দেয়ার জন্য আরব মুসলমানরা সিন্ধুতে অভিযান পরিচালনা করেন এবং দাহিরকে পরাজিত করে সিন্ধু জয়লাভ করেন। [ইশরাত জাহান মি]


সহায়িকা: উদ্দিন, ড. মোঃ আলফাজ; বিল্যাহ, মোহাঃ আল মুস্তানছির; আলম, মোঃ মাহবুবুল; ইসলামের ইতিহাস; ঢাকা: গ্রন্থকুটির; পৃষ্ঠা – ৬, ৯।


আরবের সিন্ধু অভিযান


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply