আর্টিক সাহারা | Arctic Sahara

আর্টিক সাহারা [Arctic Sahara] বলতে মেরু অঞ্চলের বিস্তৃত এলাকাব্যাপী বৃক্ষহীন বরফ ও তুষার আবরণ বা আচ্ছাদনকে বুঝায়। পৃথিবীর সর্ব উত্তরের এ অঞ্চলটির ইংরেজি নাম Arctic এসেছে গ্রিক শব্দ arktos থেকে, যার অর্থ হল ভালুক। এ স্থানে বছরে অন্তত একটি এমন সময় আসে, যখন ২৪ ঘণ্টার মধ্যে সূর্য একবারও অস্ত যায় না এবং আরেক ২৪ ঘণ্টার মধ্যে সূর্য একবারের জন্যও উদিত হয় না। অবশ্য এ অঞ্চলটির কোন ভৌগোলিক চিহ্ন নেই। অর্থাৎ এ অঞ্চলটির সীমারেখা অতিক্রম করার সময় তাৎক্ষণিক কোন ভৌগোলিক পরিবর্তন চোখে পড়ে না।
এ অঞ্চলটির পরিবেশে কোন বৃক্ষ ধারণে সক্ষম নয়। এ অঞ্চলটির আশেপাশে অবস্থিত স্থানগুলোর মধ্যে রয়েছে গ্রিনল্যান্ড; নরওয়ের Svalbard ও অন্যান্য মেরুদ্বীপ; সাইবেরিয়া, আলাস্কা ও কানাডার সর্ব উত্তরের ভূমিসমূহ; ল্যাব্রাডরের উপকূল; আইসল্যান্ডের উত্তরাংশ এবং ইউরোপের আর্কটিক উপকূলের কিছু অংশ। আর্টিক সাহারা বা উত্তর মেরু তথা সুমেরু কোন ভূমি নয়, বরং সমুদ্রের উপর অবস্থিত বরফাচ্ছাদন। যাকে আর্কটিক মহাসাগর বা উত্তর মহাসাগর বলা হয়। সুতরাং বলা যায় বরফ দিয়ে আচ্ছাদিত উত্তর মহাসাগর এবং তার চারদিকের কিছু চিরহিমায়িত ভূমি নিয়েই আর্টিক সাহারা বা সুমেরু অঞ্চল। [সংকলিত]
image source: Arctic Exploration
আর্টিক সাহারা কি?
Follow Us on Our Youtube Channel: GEONATCUL