আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতা

আর্দ্রতা [Humidity/Moisture] বলতে জলীয় পদার্থের বা বাষ্পের উপস্থিতিকে বুঝায়। অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে বায়ু আর্দ্রতা [Wind Humidity/Moisture] বলে। আবার, মাটিতে জলীয় পদার্থের বা বাষ্পের উপস্থিতিকে মাটি আর্দ্রতা [Soil Moisture] বলে। জলীয় পদার্থের বা বাষ্পের পরিমাণ যত বৃদ্ধি পায়, বায়ুর বা মাটির আর্দ্রতা তত বৃদ্ধি পায়।

আপেক্ষিক আর্দ্রতা [Relative Humidity] বলতে কোন নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুতে বিদ্যমান জলীয়বাষ্প এবং ঐ নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুর জলীয়বাষ্প ধারণ ক্ষমতার অনুপাতকে বুঝায়। অর্থাৎ কোন একটি এলাকায় নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রায় বায়ুর যে পরিমাণ জলীয়বাষ্প ধারণ করার ক্ষমতা থাকে, সে তুলনায় বর্তমানে যতটুকু জলীয়বাষ্প থাকে তার শতকরা হিসাবই হল আপেক্ষিক আর্দ্রতা। উদাহরণস্বরূপ – কোন একটি এলাকার নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রায় বায়ুর জলীয়বাষ্প ধারণ ক্ষমতা (a) হল ৮  গ্রাম। কিন্তু বায়ুতে বর্তমানে জলীয় বাষ্পের পরিমাণ (b) ৫ গ্রাম রয়েছে। তাহলে ঐ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা (n) হল ৬২.৫ শতাংশ। সূতরাং গাণিতিক সূত্র ব্যবহার করে খুব সহজেই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা যায়। [সংকলিত]


আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতা কি?


Follow Us on Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply