আলোক বলয় | Halo
February 26, 2019

আলোক বলয় [Halo] বলতে ঊর্ধ্ব আকাশে মেঘের আস্তরণের মধ্য দিয়ে চাঁদ ও সূর্যের চারদিকে সৃষ্ট উজ্জ্বল বেষ্টনীকে বুঝায়। অর্থাৎ ঊর্ধ্ব স্তরের মেঘ (cirrostratus cloud) সারা আকাশে স্বচ্ছ এবং পাতলা আস্তরণের মত ভেসে বেড়ায়। এ মেঘের বরফ কণাগুলো কখনও কখনও চাঁদ ও সূর্যের আলোতে প্রতিফলিত হয়ে ঊর্ধ্ব আকাশে আলোক বলয় বা আলোকমালা সৃষ্টি করে। এরূপ আলোক বলয়কে ‘সিরাস হেজ’ নামেও উল্লেখ করা হয়ে থাকে।
আলোক বলয় কাকে বলে?
Follow Us on Our YouTube Channel: GEONATCUL