ইউনিডো অ্যাপ্রোচ কি?
উন্নয়নশীল দেশের সামাজিক ব্যয় সুবিধার সামগ্রিক কাঠামো নিয়ে জাতিসংঘ শিল্প উন্নয়ন সংগঠন বা United Nation Industrial Development Organization (UNIDO) যে তত্ত্ব প্রদান করে তাকে ইউনিডো অ্যাপ্রোচ (UNIDO Approach) বলে। জাতিসংঘ শিল্প উন্নয়ন সংগঠন (UNIDO) কর্তৃক ১৯৭২ সালে “Guidelines for Project Evaluation” এবং ১৯৭৮ সালে “Guide to Practical Project Appraisal” প্রকাশের পর থেকে ইউনিডো অ্যাপ্রোচ প্রথম প্রকাশ পায়। প্রথম প্রকাশনা “Guidelines for Project Evaluation” উন্নয়নশীল দেশের সামাজিক ব্যয়-সুবিধার একটি সামগ্রিক কাঠামো প্রদান করে। পরবর্তীতে বাস্তবে প্রকল্প মূল্যায়নের সারসংক্ষেপ ও পরিচালনাগত নির্দেশনার চাহিদা পূরণের দ্বিতীয় প্রকাশনা “Guide to Practical Project Appraisal” প্রকাশিত হয়।
প্রকল্পের সামাজিক আয়-ব্যয় বিশ্লেষণের জন্য ইউনিডো অ্যাগ্রোচকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো:
১. বাজার দামের ভিত্তিতে আর্থিক লাভজনকতার হিসাব।
২. অর্থনৈতিক দক্ষতা বা মূল্যের পরিমাপের মাধ্যমে প্রকল্পের নিট সুবিধা পাওয়া।
৩. সঞ্চয় ও বিনিয়োগের উপর প্রকল্পের প্রভাব সমন্বয় সাধন করা।
৪. আয় বণ্টনের উপর প্রকাশের প্রকল্পের সমন্বয় সাধন। এবং
৫. ভালো ও খারাপ পণ্যের উপর প্রকল্পের প্রভাব সমন্বয় সাধন করা যায়, সামাজিক মূল্য তাদের অর্থনৈতিক মূল্য থেকে আলাদা হয়।
পরিশেষে বলা যায়, উন্নয়নশীল দেশের সামাজিক ব্যয়সুবিধা ও বাস্তবে প্রকল্প মূল্যায়নের সারসংক্ষেপ ও পরিচালনাগত নির্দেশনার চাহিদার পূরণে সংক্রান্ত যে তত্ত্ব UNIDO প্রকাশ করে তাকেই ইউনিডো অ্যাপ্রোচ বা UNIDO Approach বলে। [শারমিন জাহান সায়মা]
সহায়িকা: রাসুল, ড. মোঃ সিরাজুর এবং ইসলাম, মোঃ নজরুল, প্রকল্প পরিকল্পনা, (২০১৬/২০১৭), কমার্স পাবলিকেশন্স, ঢাকা, পৃষ্ঠা ৫৩।
ইউনিডো অ্যাপ্রোচ বলতে কি বুঝায়?
Follow Us on Our YouTube channel: GEONATCUL