ইউরেশিয়া | Eurasia
December 23, 2020

ইউরেশিয়া [Eurasia] বলতে ১টি অখণ্ড মহাদেশীয় ভূ-ভাগকে বুঝায়, যা এশিয়া ও ইউরোপ মহাদেশ নিয়ে গঠিত। অর্থাৎ এশিয়া এবং ইউরোপ মহাদেশকে একত্রে ১টি অখন্ড মহাদেশীয় ভূখন্ড হিসেবে বিবেচনা করা হয় এবং ইউরেশিয়া বলা হয়। ইউরেশিয়ার মোট আয়তন প্রায় ৫,৫০,০০,০০০ বর্গ কিলোমিটার। যার বেশিরভাগই উত্তর গোলার্ধের মধ্যে অবস্থিত। ইউরেশিয়ার উত্তর দিকে উত্তর মহাসাগর ও দক্ষিণ দিকে ভারত মহাসাগর; পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর, সুয়েজ খাল ও আফ্রিকা মহাদেশ এবং পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর অবস্থিত। [সংকলিত]
ইউরেশিয়া কি?
Follow Us on Our Youtube Channel: GEONATCUL