ইকোসিস্টেম কী?

পুকুরের পরিবেশ, ইকোসিস্টেম

কোনো স্থানের উদ্ভিদ, প্রাণী এবং এদের জড় পরিবেশ নিজেদের মধ্যে এবং পরস্পরের মধ্যে ক্রিয়া-বিক্রিয়া করে অবস্থান করার কারণে এদের গঠন ও কার্যের বিভিন্ন পরিবর্তন সাধিত হয়ে থাকে। এভাবে কোনো স্থানে জীব ও এদের জড় পরিবেশ নিজেদের মধ্যে এবং পরস্পরের মধ্যে ক্রিয়া-বিক্রিয়ার গতিময় পদ্ধতিই হলো ইকোসিস্টেম (ecosystem) বা বস্তুতন্ত্র। [ইশরাত জাহান মিম]


সহায়িকা: মজুমদার, তাপস কুমার, ভূগোল ১ম পত্র, ঢাকা: লেকচার পাবলিকেশন্স, পৃষ্ঠা ৪৫।


Follow Us in Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply