ইনকা সভ্যতা: দক্ষিণ আমেরিকার একটি প্রাচীন সভ্যতা
October 2, 2017
দক্ষিণ আমেরিকা মহাদেশের আন্দিজ পর্বতমালায় গড়ে উঠে পৃথিবীর অন্যতম প্রাচীন ইনকা সভ্যতা। এ সভ্যতাটি বর্তমান পেরু, বলিভিয়া, চিলি, আর্জেন্টিনা ও ইকুয়েডর পর্যন্ত বিস্তৃত ছিল। নিম্নে এ সভ্যতা সম্পর্কে সংক্ষেপে তুলে ধরা হল।
১. ইনকা সভ্যতার ব্যাপ্তিকাল ছিল – ১৩৯০-১৫৩৩ খ্রি.।
২. ইনকা সভ্যতার গোড়াপত্তন হয় – কুজকো উপত্যকায়।
৩. ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে – পেরুতে।
৪. মাচুপিচু হলো – ইনকা সভ্যতার নিদর্শন।
৫. ইনকা সভ্যতার স্থপতি – মানকো কাপেন।
৬. সর্বপ্রথম পানির সাহায্যে সেচ পদ্ধতি আবিষ্কার করে – ইনকারা।
৭. ইনকা সভ্যতায় সম্রাটকে বলা হতো – ইনকা।
৮. ইনকারা তাদের রাজ্যকে বলত – তাহুয়ানতিনসুইউ, মানে চতুস্কোন ভূমি। [সংকলিত]
ইনকা সভ্যতা
Follow Us on Our YouTube channel: GEONATCUL