ইনজেকশনের কিছু সাধারণ জটিলতা
ইনজেকশন শরীরের পুস করার সময় সচেতনতার সাথে তা দিতে হবে, না হয় এতে রোগীর দুর্যোগে পড়ার সম্ভাবনা থাকে। ইনজেকশন নেওয়া বা দেওয়ার সময় কিছু সতর্কতা না মানলে বিভিন্ন সমস্যা হতে পারে। নিচে ইনজেকশনের কিছু সাধারণ জটিলতা উল্লেখ করা হলো:
ব্যথা বা অস্বস্তি: ভুল পদ্ধতি বা সঠিক সাইজের সিরিঞ্জ ব্যবহার না করলে ব্যথা বা অস্বস্তি হতে পারে।
রক্তপাত বা কালশিটে দাগ: রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে রক্তপাত বা কালশিটে দাগ হতে পারে।
সংক্রমণ: জীবাণুমুক্ত পরিবেশে কাজ না করলে ইনফেকশন (সংক্রমণ) বা ফোঁড়া হতে পারে।
নার্ভ ইনজুরি: সঠিক স্থানে ইনজেকশন না দিলে নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে।
মাসল ক্ষতি: বারবার একই জায়গায় ইনজেকশন দিলে টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে।
অ্যালার্জি: ইনজেকশনের ওষুধের প্রতি সংবেদনশীল হলে এলার্জি বা এনাফাইল্যাক্সিস হতে পারে।
ড্রাগ টক্সিসিটি: ভুল ডোজ বা সরাসরি রক্তনালীতে ইনজেকশন দিলে ড্রাগ টক্সিসিটি হতে পারে।
ইনজেকশনের জটিলতা প্রতিরোধের কতিপয় উপায় :
১। জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখুন।
২। বারবার একই জায়গায় ইনজেকশন এড়িয়ে চলুন।
৩। ইনজেকশনের পরে রোগীকে পর্যবেক্ষণে রাখুন।
৪। একবার ব্যবহারকৃত সিরিঞ্জ দ্বিতীয় বার ব্যবহার না করা।
৫। নিজেদের স্বাস্থ্য সচেতনতা বাড়ান, নিরাপদে থাকুন। [ইশরাত জাহান মিম] [সংকলিত]
Image Souce: Injection, Wikipedia.org