ইনসেলবার্গ | Inselberg

ইনসেলবার্গ বা ইনসেলবার্জ [Inselberg] শব্দটি জার্মান ভাষা থেকে নেয়া হয়েছে। Insel মানে হল দ্বীপ (island) এবং Berg মানে হল পর্বত বা পাহাড় (mountain)। Inselberg শব্দটির আভিধানিক অর্থ হয় দ্বীপ পর্বত। তবে এ শব্দটির দ্বারা দ্বীপ পর্বত বা দ্বীপ শিলা বা শিলা স্তম্ভ বা ক্ষয়প্রাপ্ত উচুঁ ভূমি বা পর্বতকে বুঝায়। অর্থাৎ মরুভূমি এলাকায় বিভিন্ন স্থানে ক্ষয়প্রাপ্ত পর্বত বা পাহাড় বা টিলার আকারে বিক্ষিপ্ত ভূমিরূপ থাকতে দেখা যায়।
কঠিন শিলা; যেমন- বেলেপাথর ও কংগ্লোমারেট শিলা দিয়ে গঠিত উচুঁ ভূমি বা পর্বত ক্ষয়ে এসব ভূমিরূপ সৃষ্টি হয়। ক্ষয়প্রাপ্ত হয়ে এ পর্বত বা পাহাড় বা টিলাসমূহ আকারে অনুচ্চ এবং ছোট হয়ে যায়। যুগ যুগ ধরে প্রাকৃতিকভাবে বিশেষে করে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়ীভূত হয়ে মরূভূমিতে এরূপ পর্বত বা পাহাড় বা টিলা সৃষ্টি হয়। এসব পর্বত বা পাহাড় বা টিলা গাত্রের ঢাল খুব বেশি খাড়া এবং মসৃণ হয়ে থাকে। এদের চূড়া দেখতে প্রায়ই গোলাকার হয়। আর মরুভূমি এলাকায় বিক্ষিপ্তভাবে অবস্থিত ক্ষয়প্রাপ্ত ও অনুচ্চ এসব পর্বত বা পাহাড় বা টিলাকে জার্মান ভাষায় Inselberg বলা হয়। উদাহরণস্বরূপ- দক্ষিণ আফ্রিকার কালাহারী মরুভূমিতে এক ধরনের ক্ষয়জাত পর্বত বা শিলা স্তম্ভ দেখা যায়। [সংকলিত]
সহায়িকা:
১. Inselberg
২. বাকী, আবদুল, (২০১৩), ভুবনকোষ, সুজনেষু প্রকাশনী, ঢাকা।
Image source: Britannica
ইনসেলবার্গ কী?
Follow Us on Our YouTube channel: GEONATCUL