ইন্দ্ৰীয়গ্রাহ্য তাপমাত্রা
ইন্দ্ৰীয়গ্রাহ্য তাপমাত্রা [Sensible Temperature] বলতে সাধারণত মানুষের কিংবা অন্য কোন প্রাণির ত্বকের সাহায্যে তাপের প্রকাশিত মাত্রাকে বুঝায়। অর্থাৎ আমাদের বাহ্যিক আবহাওয়ায় নির্দিষ্ট পরিমাণে প্রকৃত তাপমাত্রা বজায় থাকে। আবহাওয়ার এ তাপমাত্রার পরিমাণ যাহোক না কেন, মানুষের কিংবা অন্য কোন প্রাণির তাপমাত্রা অনুভব করার নিজস্ব একটি সক্ষমতা রয়েছে।
মানুষ বা অন্য কোন প্রাণি তার নিজের ত্বকের সাহায্যে তাপ অনুভব করে থাকে। তাপ অনুভবের জন্য মানুষের বা অন্য কোন প্রাণির ত্বকের এরূপ সক্ষমতা দিয়ে তাপের যে মাত্রা প্রকাশ করা হয় তাকেই মূলতঃ ইন্দ্ৰীয়গ্রাহ্য তাপমাত্রা বলে। তবে ইন্দ্ৰীয়গ্রাহ্য তাপমাত্রার সাথে বাহ্যিক আবহাওয়ার প্রকৃত তাপমাত্রার কোন সম্পর্ক থাকে না। এর মূল কারণ হল – কোন ব্যক্তি বা অন্য কোন প্রাণির কাছে নির্দিষ্ট পরিমাণের তাপমাত্রা আরামদায়ক হয়ে থাকে; আবার অন্য কোন ব্যক্তি বা প্রাণির কাছে ঐ একই পরিমাণের তাপমাত্রা কষ্টদায়ক হতে পারে। [সংকলিত]
সহায়িকা: বাকী, আবদুল, ২০১৩, ভুবনকোষ, সুজনেষু প্রকাশনী, ঢাকা।
ইন্দ্ৰীয়গ্রাহ্য তাপমাত্রা কি?
Follow Us on Our YouTube channel: GEONATCUL