ইয়োসিন| Eocene
ইয়োসিন [Eocene] হলো ভূতাত্ত্বিক (geological) মহাকালের টারশিয়ারি (tertiary) যুগের দ্বিতীয় অবিকল্পের অংশবিশেষ। প্রাচীনত্বের বিবেচনায় ইয়োসিন কালের ব্যাপ্তি ৬.৫ থেকে ৩.৮ কোটি বছরের মধ্যে। বর্তমানের পৃথিবীতে অরণ্যের (forest) যে প্রকৃতি দেখা যায়, ধারণা করা হয় যে, ইয়োসিন কালেও এরূপ প্রকৃতি বিরাজমান ছিল। স্টকল্যান্ডের বিভিন্ন ভূমিরূপ এ সময়ে সৃষ্ট বলে মনে করা হয়। এছাড়াও উত্তর ভারতের কিছু অংশ ও আসাম এবং বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলসমূহ টারশিয়ারি যুগের দ্বিতীয় অবিকল্প ইয়োসিন কালে সৃষ্ট বলেও মনে করা হয়।
ইয়োসিন কালকে তিনটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। যেমন: আদি ইয়োসিন (Early Eocene), মধ্য ইয়োসিন (Middle Eocene) এবং শেষ ইয়োসিন (Late Eocene)। ধারণা করা হয়, সম্পূর্ণ ইয়োসিনকালে সামুদ্রিক এবং স্থলজ উভয় ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ বিকাশ ঘটেছে, এবং এটি পৃথিবীতে জীবনের বিবর্তনীয় গতিপথ গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ইয়োসিন কালে, পৃথিবীতে উচ্চ তাপমাত্রাবিশিষ্ট একটি গ্রিনহাউস (greenhouse) জলবায়ু বিরাজ করেছিল। তখন মহাদেশসমূহ আজকের তুলনায় ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করেছিল। পৃথিবীর বিভিন্ন স্থানে বিশেষ করে উচ্চ অক্ষাংশে বেশ উষ্ণতা বিরাজ করেছিল। ইয়োসিন কালটি স্তন্যপায়ী বৈচিত্র্যময় প্রাণীর বিস্তার এবং প্রাইমেট, তিমি, প্রভৃতি প্রাণীসহ বিভিন্ন আধুনিক স্তন্যপায়ী প্রাণীর বিবর্তনের জন্য সুপরিচিত। [সংকলিত]
ইয়োসিন কি?
Follow Us on Our YouTube channel: GEONATCUL