ইলশেগুঁড়ি | Drizzle

ইলশেগুঁড়ি [Drizzle] বলতে সাধারণত অতি সূক্ষ্ম ও হালকা বৃষ্টিপাতকে বুঝায়। এরূপ বৃষ্টিপাতের জলকণা এত সূক্ষ্ম হয় যে সহজেই বায়ু দ্বারা তারিত হয়।ইলশেগুঁড়ি বৃষ্টিপাতের জলকণার ব্যাস ০.৫ মিলিমিটার অপেক্ষা কম হেয় থাকে। আকাশের নিম্ন স্তরের কুয়াশা সদৃশ স্তরমেঘ (stratus) থেকে ইলশেগুঁড়ি বৃষ্টিপাত হয়ে থাকে। [সংকলিত]



Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply