উচ্চ ব্যবস্থাপক ও গবেষকের মধ্যকার দ্বন্দ্ব

বিভিন্ন কারণে গবেষকবৃন্দের সাথে উচ্চ ব্যবস্থাপকের দ্বন্দ্ব চলে। তারা প্রতিদিন বিভিন্ন কমিটিতে অন্তর্ভূক্ত হন এবং দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। উচ্চ ব্যবস্থাপকদের সাথে গবেষকদের দ্বন্দ্ব-এর কতিপয় কারণ নিচে উল্লেখ করা হলো:

১. গবেষণা যদি সমালোচনার সৃষ্টি করে: গবেষণা অনেক সময় সমালোচনার সৃষ্টি করে। কারণ বিক্রয় ব্যবস্থাপক বা বিপণন ব্যবস্থাপক যেভাবে বাজারের অবস্থা জানতে চাইল, তা সে গবেষক সেভাবে গবেষণা উপস্থাপন করতে না পারলে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

২. অর্থ: গবেষণার জন্য ‘বাজেট’ ব্যবস্থাপকগণ ও গবেষকদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে। অর্থ ব্যবস্থাপক গবেষণাকে বিনিয়োগ হিসেবে বিবেচনা না করে অপচয় বা ব্যয় হিসেবে বিবেচনা করলে এতে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ব্যবস্থাপকগণ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গবেষণার ফলাফল ব্যবহার করেন। অথচ তারা বাজেটের ব্যাপারে কৃপনতা দেখায়। গবেষকগণ গবেষণা কাজের জন্য বেশি পরিমাণ অর্থ দাবি করে। অথচ ব্যবস্থাপকগণ কম করে অর্থ বরাদ্দ দেয়ার চেষ্টা করেন। এতে উভয়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

৩. সময়: গবেষকগণ বলেন, “ভালো গবেষণা সময় নেয়”। অপরদিকে ব্যবস্থাপকগণ বলেন, “সময়ই অর্থ”। ভালো গবেষণায় সত্যিকারভাবেই অধিক সময় নেয়। কিন্তু ব্যবস্থাপকগণ অধিক সময় ব্যয় করতে চান না। ফলে উভয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়।

৪. ইচ্ছামাফিক সিদ্ধান্ত গ্রহণ: প্রতিষ্ঠানে ব্যবস্থাপকগণই সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, গবেষকগণ নন। ফলে ব্যবস্থাপকগণ অনেক সময় মনে করেন যে, গবেষণার কোনো প্রয়োজন নেই। এতে করে ব্যবস্থাপকগণের সাথে গবেষকগণের দ্বন্দ্বের সৃষ্টি হয়।

৫. ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণ: প্রতিটি কোম্পানিকে ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এক্ষেত্রে ব্যবস্থাপকগণ অনুমানের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করেন। অপরদিকে, গবেষকগণ অতীত কিংবা বর্তমান উপাত্ত ও তথ্য বিশ্লেষণপূর্বক সিদ্ধান্ত গ্রহণ করতে চান। ফলে ব্যবস্থাপকগণের সাথে গবেষকগণের দ্বন্দ্বের সৃষ্টি হয়।

সুতরাং উপরোক্ত কারণে ব্যবস্থাপক ও গবেষকগণের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলেও এ দ্বন্দ্ব নিরসন করার প্রয়োজন হয়। কারণ উভয় কর্মকর্তাই প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। [শারমিন জাহান সায়মা]


সহায়িকা: আলাউদ্দিন, প্রফেসর ড. মোঃ; উদ্দীন, প্রফেসর ড. মোঃ সেরাজ; আতিকুজ্জামান, এম. এম.; প্রধান, মোঃ সাইফুল্লাহ; (জানুয়ারি, ২০১৯); ব্যবসায় গবেষণা Business Research; গ্রন্থ কুটি: ঢাকা; পৃষ্ঠা-৪৫।


উচ্চ ব্যবস্থাপক ও গবেষকের মধ্যকার সম্পর্ক


Follow Us in Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply