উন্মেষপুঞ্জ মেঘ | Altocumulus

উন্মেষপুঞ্জ মেঘ

উন্মেষপুঞ্জ মেঘ কী?

উন্মেষপুঞ্জ হলো মধ্য আকাশের ভিন্ন এক ধরনের মেঘ। এ মেঘ ছোট ছোট গুচ্ছের মত গোলাকার অবস্থায় আকাশে সজ্জিত থাকে। এ মেঘ সম্পূর্ণ জলকণা দিয়ে গঠিত হয়ে থাকে। এ মেঘের একটি গুচ্ছ অপর গুচ্ছের সাথে যুক্ত হয়ে কখনও কখনও সারিবদ্ধভাবে অবস্থান করে। আকাশে এ মেঘ থাকলে সাধারণত পরিষ্কার এবং ভালো আবহাওয়াকে নির্দেশ করে থাকে। [সংকলিত]


Image: Altocumulus cloud


Follow Us in Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply