উন্মেষস্তর মেঘ | Altostratus
September 10, 2023

উন্মেষস্তর মেঘ কী?
উন্মেষস্তর হলো মধ্য আকাশের মেঘ। এ মেঘের রঙ সাধারণত ধূসর বা নীলচে ধূসর হয়ে থাকে। এ মেঘ দেখতে আঁশের আস্তরের মত। এ মেঘের আস্তরণ মাঝে মাঝে এতটাই ঘন হয় যে, আকাশে সূর্য এবং চাঁদ পর্যন্ত দেখা যায় না। অলটোস্ট্রেটাস নামক এ মেঘ হলো ঝড়ো বাতাস এবং ব্যাপক বর্ষণের পূর্ব লক্ষণ। [সংকলিত]
image: Altostratus cloud
Follow Us in Our Youtube Channel: GEONATCUL