উপকূলীয় বাঁধ কী?

উপকূলীয় বাঁধ (offshore bar) বলতে সমুদ্রের স্থলরেখা বা তটরেখা বরাবর দীর্ঘ ও উঁচু ভূমিকে বুঝায়। সাধারণত সামুদ্রিক অবক্ষেপের ফলে সমুদ্রের তটরেখা বরাবর এরূপ বাঁধের সৃষ্টি হয়। উপকূলীয় বাঁধকে স্যান্ডবারও (sandbar) বলা হয়। অর্থাৎ উপকূলীয় বাঁধ হল জলমগ্ন বা আংশিকভাবে উন্মুক্ত বালি বা মোটা পলির উচ্চ ভূমি, যা সমুদ্র সৈকত থেকে উপকূলবর্তী সমুদ্র ঢেউয়ের ফলে সৃষ্টি হয়।

উপকূলীয় বাঁধ কী?
চিত্র: উপকূলীয় বাঁধ (offshore bar)। সূত্র: britannica.com

উপকূলীয় বাঁধ বলতে কি বুঝায়?


Follow Us in Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply