উপকূলীয় সমভূমি | Coastal Plan
March 27, 2023
উপকূলীয় সমভূমি [Coastal Plan] বলতে সাধারণত সমুদ্র উপকূলে সৃষ্ট সমতল ভূমিকে বুঝায়। অর্থাৎ সমুদ্রের তটরেখা (coastline) বরাবর প্রাকৃতিক উপায়ে দীর্ঘ উপকূলীয় বাঁধের (offshore bar) সৃষ্টি হয়। এ বাঁধের পশ্চাতে নুড়ি, বালি ও কর্দম কণা সঞ্চিত হয়ে সমতল ভূমির সৃষ্টি হয়। সৃষ্ট এ সমতল ভূমিকে উপকূলীয় সমভূমি (coastal plan) বলে। উপকূলীয় সমভূমিতে আঁকাবাঁকাভাবে প্রবাহিত ছোট বড় অনেক জলাশয় বা খাল দেখতে পাওয়া যায়। এসব খালের প্রবাহপথে প্রতিদিন জোয়ার ভাঁটার পানি উঠা নামা করে থাকে। এ ধরনের উপকূলীয় সমভূমিতে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ জন্মে ও বংশ বিস্তারের মাধ্যমে বিশাল বনভূমি গড়ে উঠে। কখনও কখনও এ ধরনের সমভূমি কর্দমময় জলাভূমিতে পরিণত হয়।

উপকূলীয় সমভূমি কাকে বলে?
Follow Us in Our Youtube Channel: GEONATCUL