বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা কী?

বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা:

পৃথিবীতে বিভিন্ন রকম ভাষা আছে। সব ভাষারই শব্দ গঠনের জন্য কতগুলো নিয়মরীতি অনুসরণ করতে হয়। পৃথিবীর যে ভাষা যত বেশি শব্দ ধারণ করতে পারে সে ভাষা তত বেশি উন্নত। এদিক বিচারে উপসর্গের ভূমিকা বা গুরুত্ব অপরিসীম। উপসর্গ হলো এক শ্রেণির অব্যয়, যা নতুন নতুন শব্দ গঠনে সহায়তা করে। এগুলো শব্দের বা ধাতুর পূর্বে বসে ধাতু বা শব্দের অর্থ এবং আকৃতির পরিবর্তন ও পরিবর্ধন সাধন করে। যেমন- নাম শব্দের পূর্বে অপ, প্র, সু, দু, পরি, উপ, ইত্যাদি উপসর্গ যোগ করলে যথাক্রমে অপনাম, প্রণাম, সুনাম, দুর্নাম, পরিনাম, উপনাম, ইত্যাদি ভিন্ন ভিন্ন অর্থের পৃথক পৃথক শব্দ সৃষ্টি হয়। উপসর্গগুলো এভাবে নতুন নতুন শব্দ গঠন করে থাকে। কাজেই বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। [ইশরাত জাহান মিম]


সহায়িকা: বাংলা ভাষা রীতি (ব্যাকরণ), (একাদশ -দ্বাদশ)


Follow Us in Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply