উপসর্গ কাকে বলে ও এর প্রকারভেদ

উপসর্গ কাকে বলে:

যেসব অব্যয়সূচক শব্দাংশ বা বর্ণসমষ্টি ধাতু বা ক্রিয়ামূল কিংবা নাম শব্দের পূর্বে বসে ধাতুটির বা শব্দের অর্থের পরিবর্তন ঘটায় বা নানা অর্থ সৃষ্টি করে, অথচ নিজেরা কোনো বিশেষ অর্থ প্রকাশ করে না সেগুলোকে উপসর্গ বলা হয়।

উপসর্গের প্রকারভেদ:

বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। যথা –
১. সংস্কৃত বা তৎসম উপসর্গ;
২. খাঁটি বাংলা উপসর্গ; এবং
৩. বিদেশি উপসর্গ। নিম্নে বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গ তুলে ধরা হলো।

১. সংস্কৃত বা তৎসম উপসর্গ: সংস্কৃত বা তৎসম উপসর্গ সর্বমোট ২০টি। যথা- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

২. খাঁটি বাংলা উপসর্গ: খাঁটি বাংলা উপসর্গ সর্বমোট ২১টি। যথা- অ, অঘা, অজ, অন, আ, আড়, আন, আব, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

৩. বিদেশি উপসর্গ: আরবি, ফারসি, ইংরেজি, ইত্যাদি ভাষার সমন্বয়ে গড়ে উঠেছে বিদেশি উপসর্গ। বিভিন্ন বিদেশি উপসর্গ নতুন নতুন শব্দ গঠন করে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। যথা-
আরবি: আম, খাস, লা, বাজে, গর, খয়ের, ইত্যাদি।
ফারসি: কার, দার, বর, কম, নিম, বদ, না, ফি, বে, ব, ইত্যাদি।
ইংরেজি: ফুল, হাফ, সাব, হেড, ইত্যাদি। [ইশরাত জাহান মিম]


সহায়িকা: বাংলা ভাষা রীতি (ব্যাকরণ), (একাদশ -দ্বাদশ)


Follow Us in Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply