উর্বর অর্ধচন্দ্র | Fertile Crescent
উর্বর অর্ধচন্দ্র [Fertile Crescent] বলতে পশ্চিম এশিয়ায় অবস্থিত বিস্তৃত উর্বর কৃষি অঞ্চলকে বুঝায়। উর্বর এ কৃষি অঞ্চলটি লেবানন ও ইসরাইলের উপকূল থেকে ইরাকের মেসোপটেমিয়া পর্যন্ত বিস্তৃত। কৃষি কাজের জন্য উপযোগী উর্বর এ অঞ্চলটির ভৌগোলিক অবস্থানগত আকৃতি প্রায়ই অর্ধ চাঁদের মত। আর এ কারণেই এ কৃষি অঞ্চলটি উর্বর অর্ধচন্দ্র নামে পরিচিতি পায়।

আবার, উর্বর অর্ধচন্দ্রকে উর্বর চন্দ্রকলাও বলা হয়। মধ্যপ্রাচ্যে অবস্থিত চাঁদের ফালি আকৃতির ঐতিহাসিক এ অঞ্চলটি লেভান্ট (সিরিয়া, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন, জর্দান, সাইপ্রাস ও তুরস্কের হাতাই প্রদেশ, প্রাচীন মেসোপটেমিয়া (ইরাক) ও প্রাচীন মিশর অঞ্চলের সমন্বয়ে গঠিত। শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক জেমস হেনরি ব্রেস্টেড সর্বপ্রথম উর্বর অর্ধচন্দ্র (fertile crescent) উল্লেখ করেন। অনেক গবেষকের মতে, সর্বপ্রথম এ অঞ্চলটিতে কৃষিকাজের সূচনা ও বিকাশ ঘটেছিল। [সংকলিত]
✅ উর্বর অর্ধচন্দ্র বলতে কি বুঝায়?
✅ What does the Fertile Crescent mean?
Follow Us on Our YouTube channel: GEONATCUL