উর্মি রেখা (ripple marks) বলতে কি বুঝায়?
উর্মি রেখা (ripple marks):
ভূমিরূপবিদ্যায় উর্মি রেখা (ripple marks) বলতে সাধারণত সমুদ্র কিংবা নদীর তীরের বালু সমৃদ্ধ ভূ-ভাগে সমান্তরালভাবে সৃষ্ট ছোট ছোট ঢেউ খেলানো অবয়বকে বুঝায়। অর্থাৎ সমুদ্রের বা নদীর পানির সাথে প্রায় সমান্তরালভাবে সমুদ্রের বা নদীর তীরের ভেজা কিংবা শুষ্ক বালু সমৃদ্ধ ভূ-ভাগের উপরে এক প্রকারের ছোট ছোট ঢেউ খেলানো অবয়ব সৃষ্টি হয়। এ অবয়ব দেখতে অনেকটা শান্ত পুকুরের পানিতে সৃষ্ট ছোট ছোট ঢেউয়ের মতো।

এ ধরনের রেখা ভূমিরূপ সাধারণত খুবই কম ঢালবিশিষ্ট সমুদ্র বা নদী তীরে বেশি দেখা যায়। এ ভূমি অবয়ব সৃষ্টিতে পানির চলাচল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি সমুদ্র বা নদীর পানি সমান গতিতে চলাচল করে, তাহলে উর্মি রেখা সমান্তরালভাবে সৃষ্টি হবে। আর পানির স্রোতের গতির মাত্রা ভিন্ন ভিন্ন হলে, সমুদ্রের বা নদীর তীরে এ রেখায় বিভিন্নতা পরিলক্ষিত হয়। [সংকলিত]
Image: Ripple marks of Hudson Bay.