উলম্ব ব্যবধান | Vertical Interval
September 12, 2023

উলম্ব ব্যবধান কী?
মানচিত্র অঙ্কনবিদ্যায় উলম্ব ব্যবধান [Vertical Interval] বলতে সাধারণত দুটি সমোন্নতি রেখার মধ্যবর্তী উচ্চতার পার্থক্যকে বুঝায়। অর্থাৎ কোনো মানচিত্রের উপরে অঙ্কিত দুটি সমোন্নতি রেখার মধ্যবর্তী উচ্চতাগত পার্থক্যকে উলম্ব ব্যবধান বলা হয়। উলম্ব ব্যবধান – এর ইংরেজি Vertical Interval, যা সংক্ষেপে V.I. দিয়ে প্রকাশ করা হয়। [সংকলিত]
Follow Us in Our Youtube Channel: GEONATCUL