উল্কা ও উল্কাপিণ্ড | Meteor and Meteorite

উল্কা
উল্কাপাতের দৃশ্য।

উল্কা কি:

উল্কা (meteor) বলতে সাধারণত আকাশে ছুটে চলা পাথুরে বা ধাতব মহাজাগতিক বস্তুকে বুঝায়, যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে বায়ুর সাথে সংঘর্ষের ফলে জ্বলে উঠে। অর্থাৎ অন্ধকার রাতে জ্বলন্ত কোনো বস্তুকে মাঝে মাঝে আকাশ আলোকিত করে ছুটে চলতে দেখা যায়, ছুটে চলা জ্বলন্ত এসব বস্তুকে সাধারণত উল্কা বলা হয়। জানা যায় যে, সৌরজগতের গ্রহসমূহের মতই অসংখ্য পাথুরে বা ধাতব মহাজাগতিক বস্তু সূর্যের চারিদিকে ঘুরে বেড়ায়। এসব মহাজাগতিক বস্তু মাঝে মাঝে পৃথিবীর মধ্যাকর্ষণের মধ্যে পড়ে পৃথিবী পৃষ্ঠের দিকে প্রবল বেগে ধাবিত হয় এবং বায়ুমণ্ডলে বায়ুর সাথে ঘর্ষণের ফলে জ্বলে উঠে। উল্কাকে ইংরেজি ভাষায় Shooting Starও বলা হয়। আবার, যখন অসংখ্য উল্কা একই সাথে এসে পৃথিবী পৃষ্ঠে পতিত হয়, তখন তাকে উল্কা বৃষ্টি বলা হয়।

উল্কাপিণ্ড
নামিবিয়ার হোবা উল্কাপিন্ড।

উল্কাপিণ্ড কি:

আকাশে ছুটে চলা অধিকাংশ উল্কা বায়ুমণ্ডলে পুড়ে ছাই-ভস্ম হয়ে যায়। তবে কিছু কিছু উল্কা খণ্ড পৃথিবী পৃষ্ঠে এসে পতিত হয়। পৃথিবী পৃষ্ঠে পতিত উল্কার এসব খণ্ডকে উল্কাপিণ্ড (meteorite) বলা হয়। জানা যায় যে, দক্ষিণ-পশ্চিম আফ্রিকায় বড় আকারের একটি উল্কাপিণ্ড খুঁজে পাওয়া যায়, যার ওজন প্রায় ৬১ মেট্রিক টন। [সংকলিত]


Image: wikipedia.org


Leave a Reply