উষ্ণমণ্ডলীয় জলবায়ু বলতে কি বুঝায়?

উষ্ণমণ্ডলীয় জলবায়ু:

উষ্ণমণ্ডলীয় জলবায়ু [Tropical Climate] বলতে সে সব অঞ্চলের জলবায়ুকে বুঝায়, যে সব অঞ্চলের গড় মাসিক তাপমাত্রা কখনও ১৮ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নামে না। উষ্ণমণ্ডলীয় জলবায়ুকে সাধারণত চারটি শ্রেণিতে বিভক্ত করা যায়। এগুলো হলো: (১) উষ্ণমণ্ডলীয় সামুদ্রিক, (২) উষ্ণমণ্ডলীয় সামুদ্রিক মৌসুমী, (৩) উষ্ণমণ্ডলীয় ভূ-ভাগীয় এবং (৪) উষ্ণমণ্ডলীয় ভূ-ভাগীয় মৌসুমী। [সংকলিত]

উষ্ণমণ্ডলীয় জলবায়ু বলতে কি বুঝায়?
যেসব স্থানে গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু ঘটে, তালিকাভুক্ত উপবিভাগসহ, বন্ধনীতে কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগের সংক্ষিপ্ত রূপ: গ্রীষ্মমন্ডলীয় রেইনফরেস্ট জলবায়ু (Af), গ্রীষ্মমন্ডলীয় মৌসুমী জলবায়ু (Am), গ্রীষ্মমন্ডলীয় সাভানা জলবায়ু (Aw)। ছবি: wikimedia.org

Follow Us in Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply