উষ্ণ প্রস্রবণ বলতে কি বুঝায়?
September 23, 2023

উষ্ণ প্রস্রবণ:
উষ্ণ প্রস্রবণ [Hot Spring] বলতে সাধারণত পৃথিবী পৃষ্ঠের ফাটল বা ছিদ্রপথ দিয়ে উষ্ণ পানি নির্গত হওয়াকে বুঝায়। অর্থাৎ ভূ-গর্ভস্থ পানি যে কোনোভাবে ভূ-গর্ভে বিদ্যমান উত্তপ্ত ম্যাগমা (magma) স্তরে অনুপ্রবেশ করে। সেখানে উত্তপ্ত ম্যাগমার সংস্পর্শে আসলে অনুপ্রবেশকৃত পানিও উষ্ণ হয়ে উঠে। এ উষ্ণ পানি আবার পৃথিবী পৃষ্ঠের কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে নির্গত হয়। এ প্রক্রিয়ায় ভূ-গর্ভস্থ উষ্ণ পানি নির্গত হওয়াকে উষ্ণ প্রস্রবণ বলা হয়। সাধারণত আগ্নেয়গিরি অঞ্চলে উষ্ণ প্রস্রবণ বেশি দেখা যায়। বাংলাদেশের দক্ষিণ-পূর্বের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত চন্দ্রনাথ পাহাড়ে একটি উষ্ণ প্রস্রবণ রয়েছে। [সংকলিত]
Image: wikipedia.org